পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচির উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে কালো ব্যাজ পরে স্কুলে শিক্ষকরা।
নজরবন্দি ব্যুরোঃ সম কাজে সম বেতন এবং প্রশিক্ষণপ্রাপ্ত পার্শ্বশিক্ষকদের সহকারী শিক্ষকের মর্যাদার দাবিতে আন্দোলনে নেমেছেন পার্শ্ব শিক্ষকরা। তার জন্য বিভিন্ন জায়গাতে ধর্না, বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন। সম্প্রতি কল্যাণীতে এই আন্দোলন ঘিরে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে শিক্ষকরা। পার্শ্বশিক্ষকদের ব্যাপক মারধর করে পুলিস। মহিলা শিক্ষিকাদের শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনার তীব্র নিন্দা করে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। শুধু তাই নয় এই মঞ্চের আহ্বানে আজ রাজ্যের স্কুল গুলিতে শিক্ষক শিক্ষাকর্মীরা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান। সংগঠনের রাজ্য সম্পাদক, কিংকর অধিকারী বলেন “মুখ্যমন্ত্রী যেভাবে আন্দোলনকারীদের হুমকি প্রদর্শন করেছেন তাতে পরিস্থিতি আরো জটিল হবে। আমাদের দাবি তিনি সহানুভুতির সাথে বিষয়গুলি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। তা না করে যদি বলপূর্বক অথবা হুমকি প্রদর্শনের মাধ্যমে আন্দোলনকারীদের ভয় দেখাতে চান তাহলে তাহলে তিনি ভুল করবেন”।
তিনি আরও বলেন “আজ কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে আংশিক সময়ের অধ্যাপকদের প্রতিবাদ আন্দোলন চলাকালীন যেভাবে পুলিশি হস্তক্ষেপ এবং নির্বিচারে গ্রেফতার করা হয়েছে তাকে ধিক্কার জানাই। অবিলম্বে গ্রেপ্তার হওয়া অধ্যাপকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সমস্ত ক্ষেত্রে আলোচনার মাধ্যমে মুখ্যমন্ত্রী সমস্যা মেটানোর চেষ্টা করুন”।
এই ঘটনার তীব্র নিন্দা করে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। শুধু তাই নয় এই মঞ্চের আহ্বানে আজ রাজ্যের স্কুল গুলিতে শিক্ষক শিক্ষাকর্মীরা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান। সংগঠনের রাজ্য সম্পাদক, কিংকর অধিকারী বলেন “মুখ্যমন্ত্রী যেভাবে আন্দোলনকারীদের হুমকি প্রদর্শন করেছেন তাতে পরিস্থিতি আরো জটিল হবে। আমাদের দাবি তিনি সহানুভুতির সাথে বিষয়গুলি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। তা না করে যদি বলপূর্বক অথবা হুমকি প্রদর্শনের মাধ্যমে আন্দোলনকারীদের ভয় দেখাতে চান তাহলে তাহলে তিনি ভুল করবেন”।
কোন মন্তব্য নেই