পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি নিগ্রহের বিরুদ্ধে অপর্ণা সেনের সমর্থন কে কটাক্ষ করলেন সায়ান্তন।
নজরবন্দি ব্যুরোঃ সম কাজে সম বেতন এবং প্রশিক্ষণপ্রাপ্ত পার্শ্বশিক্ষকদের সহকারী শিক্ষকের মর্যাদার দাবিতে আন্দোলনে নেমেছেন পার্শ্ব শিক্ষকরা। তার জন্য বিভিন্ন জায়গাতে ধর্না, বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন। সম্প্রতি কল্যাণীতে এই আন্দোলন ঘিরে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে শিক্ষকরা। পার্শ্বশিক্ষকদের ব্যাপক মারধর করে পুলিস। মহিলা শিক্ষিকাদের শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনায় অভিযুক্ত পুলিসকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়ে টুইট করেন অপর্ণা সেন। এই ঘটনায় অপর্ণার পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়ানো নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন অপর্ণা সেন মানুষের ভিতর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ওর সমর্থন বিজেপির দরকার নেই। তিনি আরও বলেন উনি সাধারণ জনগনের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ওনার হৃদয় স্বতঃস্ফূর্তভাবে কাঁদে না।
উনি আজ পুলিসকর্মীদের শাস্তির দাবি করছেন দেখবেন কালই আবার নবান্নে গিয়ে হাজির হবেন। প্রসঙ্গত পার্শ্ব শিক্ষক নিগ্রহে অভিযুক্ত পুলিসকর্মীদের শাস্তি চেয়ে সোমবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন-সহ বুদ্ধিজীবীরা।
কোন মন্তব্য নেই