Header Ads

রানুদির পর আরও এক প্রতিভা নেট দুনিয়ায় ভাইরাল। শুনুন তার গলায় সেই বিখ্যাত গান।

নজরবন্দি ব্যুরোঃ রানাঘাটের রানু মণ্ডলের পর আরও এক অজানা প্রতিভার খোঁজ পাওয়া গেল নেট দুনিয়ার দৌলতে। নাম প্রাণজিত হালোই। পেশা ফুড দেলিভারি বয়। জোম্যাটোর হয়ে কাজ করেন তিনি। আর কাজের ফাঁকে একটু করে গুনগুন করা। ঈশ্বরপ্রদত্ত প্রতিভা রয়েছে তাঁর। আর সঙ্গে অধ্যাবসায়।
মানুষের মন জয় করতে এর থেকে বেশি আর কী চাই!প্রাণজিতের গালায় নেট দুনিয়াই ভাইরাল হল সেই বিখ্যাত গান গোরি তেরা গাঁও বড়া পেয়ারা...। শুনবেন আপনি? তাহলে শুনুন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.