Header Ads

নির্বাসন থেকে মুক্ত হতে চলেছেন শ্রীসন্থ।

নজরবন্দি ব্যুরোঃ নিজের ওপর থেকে আজীবন নির্বাসনের শাস্তি ওঠানোর জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছেন শান্তাকুমারন শ্রীসন্ত। শেষ পর্যন্ত নির্বাসন উঠতে চলেছে শান্তাকুমারন শ্রীসন্থ এর। পরের বছর সেপ্টেম্বর মাস থেকে স্পট-ফিক্সিং কাণ্ডে জরিত সব অভিযোগ থেকে মুক্ত হবেন এই ভারতীও পেসার। ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বাডসমান ডি কে জৈন তাঁর রায়ে জানিয়েছেন, শ্রীসন্তের আজীবন নির্বাসনের শাস্তি কমিয়ে সাত বছর করে দেওয়া হল। যার অর্থ, আগামী বছরের অগস্টে নির্বাসন শেষ হচ্ছে শ্রীসন্তের।
 তখন তিনি বোর্ডের অনুমোদিত কোনও ক্রিকেট প্রতিযোগিতায় নামতে পারবেন। তিনি যখন ক্রিকেটে ফিরবেন তখন তাঁর বয়স হবে ৩৬ বছর। এই বয়সে একজন ফাস্ট বোলারের জাতীও পর্যায়ে খেলতে নামা খুব কঠিন। এই রায় শোনার পর শ্রীসন্থ জানিয়েছেন এই রায়ে তিনি খুব খুশি। তিনি চান আবার জাতীও দলের হয়ে টেস্ট খেলতে এবং রঞ্জি ট্রফিতে কেরল দলের হয়ে খেলতে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.