Header Ads

আইএনএক্স মিডিয়া মামলায় যেকোনো সময় গ্রেফতার হতে পারেন চিদম্বরম।

নজরবন্দি ব্যুরোঃ আইএনএক্স মিডিয়া মামলায় অস্বস্তিতে পরেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন খারিজ করে দেওয়ায় তাঁর গ্রেফতারির যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা আরও বাড়ল রাতেই সিবিআইয়ের লুক আউট নোটিশের পর। মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় তাঁর বাড়িতে ২ঘণ্টার মধ্যে হাজিরার নোটিশ দেয় সিবিআই। কিন্তু সিবিআই এর নোটিস নিয়ে চিদাম্বরমের আইনজীবী অর্শদীপ সিং খুরানা বলেন যে নোটিশের অধীনে চিদম্বরমজিকে দু-ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়ার নোটিশ জারি করা হয়েছে তা আইনের বিধান উল্লেখ করতে ব্যর্থ হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের শুনানি না হওয়া পর্যন্ত অপেক্ষার আর্জি জানান।
 কিন্তু কাল রাতের পর থেকে বেপাত্তা প্রাক্তন অর্থমন্ত্রী। তাতেও হাল ছারছেন না সিবিআই অফিসাররা। তাই আজ সকালে ফের চিদম্বরমের বাড়িতে গিয়েছে সিবিআইয়ের একটি দল। দিল্লি আদালতের রায়ের পরেই চিদম্বরমের আইনজীবীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আজ সকাল সাড়ে দশটায় জরুরি ভিত্তিতে ওই আবেদনের শুনানির জন্যও অনুরোধ করেছেন কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, দয়ান কৃষ্ণনের মতো তাঁর আইনজীবীরা। আপাতত আজ সকাল সাড়ে দশটা পর্যন্ত আড়ালেই থাকতে চাইছেন চিদম্বরম। সুপ্রিম কোর্ট যদি তাঁকে কোনওরকম সুবিধা না দেয় তাহলে আজই গ্রেপ্তার হতে পারেন তিনি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.