৩৭০ বিলোপের পর এই প্রথম উত্তপ্ত উপত্যকা। লড়াইয়ে এক পুলিশকর্মী শহিদ।খতম এক জঙ্গি।
নজরবন্দি ব্যুরোঃ ফের উত্তপ্ত উপত্যকা। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের জন্য উপত্যকা শান্ত বলেই জানিয়েছিল প্রশাসন। কিন্তু সীমান্তে শান্তি যে দীর্ঘস্থায়ী নয় তা ফের প্রমাণিত হল বুধবার। এদিন সকালে সেনার গুলিতে খতম হয়েছে এক জঙ্গি। ভারতীয় সেনার সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়। তাতেই খতম হয় ওই সন্ত্রাসবাদী। লড়াইয়ে এক পুলিশকর্মীও শহিদ হয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনার জওয়ানরা জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় তল্লাশি চালাতে শুরু করে।
এলাকায় সেনাবাহিনিকে দেখে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় যৌথবাহিনিও। রাতভর বিক্ষিপ্ত ভাবে গুলি বিনিময়ের পর বুধবার ভোর ৫টা নাগাদ থেকে ফের লাগাতার গুলির লড়াই শুরু হয়। এই সময় প্রাণ হারান জম্মু-কাশ্মীরের এক পুলিশ কর্তা। এর পরই যৌথবাহিনি পাল্টা গুলিতে খতম হয় এক জঙ্গি।বারামুলার এই অভিযানে এখনও পর্যন্ত প্রচুর অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ উদ্ধার হয়েছে। গোটা এলাকা কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে।
কোন মন্তব্য নেই