Header Ads

ফের কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

নজরবন্দি ব্যুরোঃ ফের কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকালই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার পর পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেন ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন কাশ্মীরের পরিস্থিতি ভয়ঙ্কর রকম ভাবে উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। কাশ্মীর অত্যন্ত বিতর্কিত এবং জটিল জায়গা বলেও দাবি করেছেন ট্রাম্প। এই সমস্যা সমাধানে তিনি কোনও কাজ করতে পারলে তিনি অত্যন্ত খুশি হবেন। দু'দেশের মধ্যে দীর্ঘকাল ধরে একটা বৈরিতার সম্পর্ক রয়েছে।
 ফলে পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও বলেন ভারত-পাকিস্তানের মধ্যে মধুর সম্পর্ক গড়ে না ওঠার অন্যতম প্রধান কারণ ধর্ম। আমেরিকা এই সম্পর্ককে সহজ করতে চাইছে। তার জন্য মধ্যস্থতার দরকার। আর সেটাই তিনি চান। গত সোমবারই কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে কথা বলেন ট্রাম্প। দু'দেশকেই সংযত থাকার পরামর্শ দেন তিনি। ওই দিন প্রধানমন্ত্রী ট্রাম্পকে জানান কাশ্মীর নিয়ে অহেতুক উত্তেজনা ছড়াচ্ছে পাকিস্তান। ভারত বিরোধী কথাবার্তা বলছে তারা।
 আর এ সবই দক্ষিণ এশিয়ায় অশান্তির আবহ তৈরি হচ্ছে। প্রসঙ্গত গত ২২ জুলাই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকেও কাশ্মীর নিয়ে মধ্যস্থতার ইচ্ছে প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ব্যাপারটাকে ইমরান তথা পাকিস্তান স্বাগত জানালেও ভারত জানিয়ে দিয়েছিল কাশ্মীর নিয়ে কোনো মধ্যস্থতা মেনে নেওয়া হবে না। সোমবার মোদী এবং ইমরান দু'জনের সঙ্গেই ফোনে কথা বলার ২৪ ঘণ্টার মধ্যেই আবার মধ্যস্থতার ইচ্ছে প্রকাশ করলেন ট্রাম্প।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.