Header Ads

হোটেল মালিক হত্যার চেষ্টার জন্য ৮ বছরের জেল হল ছোটা রাজনের।

নজরবন্দি ব্যুরোঃ হোটেল মালিক বি আর শেট্টিকে হত্যার চেষ্টার জন্য রাজেন্দ্র নিখালজে ওরফে ছোটা রাজনকে ৮ বছরের জেল হল। আট বছরের জেলের পাশাপাশি এই কুখ্যাত অপরাধীকে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে। মামলায় দোষী সাব্যস্ত আরও পাঁচ জনেরও একই শাস্তি মিলেছে। ২০১২ সালের অক্টোবর মাসে আন্ধেরিতে দুই মোটরসাইকেল আরোহী দুষ্কৃতী শেট্টিকে গুলি করে পালায়। কাঁধে গুলি বিঁধলেও নিকটস্থ থানায় হেঁটে পৌঁছন ওই হোটেল ব্যবসায়ী।
সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় দণ্ডবিধির আর্মস অ্যাক্ট-এ এই সাজা ঘোষণা করে আদালত। ২০১৫ সালে ছোটা রাজনকে ইন্দোনেশিয়া থেকে ভারতে নিয়ে আসার পর বর্তমানে তিহার জেলে রয়েছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.