Header Ads

আগামী কাল নতুন জার্সিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে বিরাট বাহিনী।

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অভিযান। আর তার জন্য নতুন সাজে সেজে উঠছে ভারতীয় দল।অনেক আলোচনা, বিতর্ক, পরিকল্পনার পর অবশেষে প্রথম বার টেস্টের জার্সিতে লেখা থাকবে ক্রিকেটারদের নাম ও নম্বর। তবে ওয়ান ডে তে যে নম্বর থাকে রোহিতদের সে নম্বর পরিবর্তন হচ্ছে। এই নতুন জার্সি পরে শুটিং সেরে ফেললেন বিরাটরা। তবে কাল থেকে শুরু হওয়া এই টেস্ট কিন্তু আগের টেস্ট সিরিজের মতো নয়।
 কারণ এই টেস্ট ম্যাচ গুলি এবার থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি আর একদিনের সিরিজ জিতেছে ভারত। টেস্ট সিরিজের আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে গোটা দল।বিরাটের চিন্তা শুধু একটাই অ্যান্টিগাতে কী টিম নামানো হবে সেটা নিয়েই । মিডল অর্ডারে অজিঙ্ক রাহানে না রোহিত শর্মা? উইকেটকিপার হিসাবে কে খেলবেন, ঋদ্ধিমান সাহা না ঋষভ পন্থ? তবে কাল মাঠের পরিস্থিতি ও ক্রিকেটারদের লাস্ট অবস্থা দেখে সর্ব শক্তি নিয়েই ঝাঁপাবে ভারত তাঁদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.