সীমান্তে চূড়ান্ত উত্তেজনা। সন্ধ্যের পর পাক সেলিং শুরু। উত্তর দিল ভারত। মৃত্যু ৩ পাক সেনার।
নজরবন্দি ব্যুরোঃ ভারতের আকাশ থেকে ৭৩ তম স্বাধীনতা দিবসের দিনের সূর্য অস্ত যাবার সাথে সাথে সীমান্ত সংলগ্ন একাধিক ঘাঁটিতে শেলিং শুরু করে পাকিস্তান সেনা। এর পর প্রতিউত্তর দিতে শুরু করে ভারত। সেনা সুত্রে খবর প্রত্যাঘাতে বেশ কিছু পাক ঘাঁটি গুঁড়িয়ে দিতে পেরেছে ভারতীও সেনা। সেই সঙ্গে অন্তত ৩ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে সুত্র মারফৎ জানা গিয়েছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে।
উরি-রাজৌরি এবং কেজি সেক্টরে এখনও চলছে শেলিং। ৩৭০ লোপের পর থেকেই পাগলের মতো আচরণ করছে পাকিস্তান। বিশ্বের কোথাও কোন সাহায্য না পেয়ে এবার যুদ্ধের হুমকি দিচ্ছে পাক প্রধানমন্ত্রী আর আজ স্বাধীনতা দিবসের দিন সীমান্তে শেলিং শুরু করে পাকিস্তান সেনা। সীমান্তের কেজি সেক্টর সহ একাধিক সেক্টরে বিনা প্ররোচনাতে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে শেলিং ও সীমান্তবর্তি গ্রাম গুলিতেও সেল ছুঁড়তে শুরু করে পাক সেনা। উপযুক্ত জবাব দিচ্ছে ভারতীও সেনাও।

No comments