সাত সকালে দিল্লীর পথে সব্যসাচী দত্ত। তবে কি আজই গেরুয়া শিবিরে তিনি?
নজরবন্দি ব্যুরোঃ ‘দিল্লিতে যাব ব্যবসার কাজে। ব্যবসায়ীক কারণেই হতে পারে বিজেপির কোনও নেতামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। তবে বিজেপি নেতা হিসাবে কারোর সঙ্গে দেখা করার এই মুহুর্তে কোনও পরিকল্পনা নেই’। এই উক্তি আর কারও নয়। এই উক্তি বর্তমানে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে থাকা বিধান নগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের। কারনবেশ কিছুদিন ধরে বিজেপি তে যোগদান নিয়ে চলছে টানাপড়েন। শোভন চত্তপাধ্যায় এর যোগদানের পর এই জল্পনা আরও জোরদার হয়।  শুক্রবার যে তিনি দিল্লি যাচ্ছেন, সে কথা সব্যসাচী নিজেই জানান গতকাল।
 সুত্রের খবর আজ শুক্রবারই সব্যসাচীর সঙ্গে শিব প্রকাশের বৈঠক করানোর চেষ্টা করছেন মুকুল রায়। তবে শিব প্রকাশ এখনও সময় দেওয়ার বিষয়টি চূড়ান্ত ভাবে জানাননি। এই যোগদানের বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত সব্যসাচীর সঙ্গে শিব প্রকাশ আলাদা করে বসতে চাইছেন না বলে বিজেপি । তবে তিনি যতই বলুন ব্যবসায়িক কাজে তিনি দিল্লিতে বিজেপি নেতামন্ত্রীদের সঙ্গে দেখা করতেও পারেন। এমন ইঙ্গিত নিয়েই বাংলার রাজনীতিতে ফের একবার কৌতূহলের ঘনঘটা ছড়িয়ে পড়েছে এ কথা বলাই যায়।
 

 
 
 
No comments