“পাক অধিকৃত কাশ্মীরও ভারতের নিয়ন্ত্রণে আনতে হবে” স্বাধীনতা দিবসে গলা চড়ালেন দিলীপ।
নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরে ৩৭০ ধারা লোপ হয়েছে গত সপ্তাহে। আজ কাশ্মীর প্রথম স্বাধীনতা দিবস পালন করল। লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী বলেন ‘এতদিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল হল’। ভারতের পদক্ষেপের পর আন্তর্জাতিক মহলেও কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চে আবেদন করেও কোন দেশ সেভাবে তাদের পাশে দাঁড়ায়নি। কিন্তু কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কোন কথা বলেনি।
কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ এক অনুষ্ঠানে বলেন ‘সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর কাশ্মীর পুরোপুরিভাবে ভারতভুক্ত হয়েছে। সংসদে এবার দাবি উঠেছে, পাক অধিকৃত কাশ্মীরও ভারতের নিয়ন্ত্রণে আনতে হবে। সেখানে মানুষ পরাধীন জীবন যাপন করছেন।তাদের ভারতীয় নাগরিকত্ব দিয়ে স্বাধীনতার স্বাদ দেওয়া অত্যন্ত দরকারি’।
কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ এক অনুষ্ঠানে বলেন ‘সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর কাশ্মীর পুরোপুরিভাবে ভারতভুক্ত হয়েছে। সংসদে এবার দাবি উঠেছে, পাক অধিকৃত কাশ্মীরও ভারতের নিয়ন্ত্রণে আনতে হবে। সেখানে মানুষ পরাধীন জীবন যাপন করছেন।তাদের ভারতীয় নাগরিকত্ব দিয়ে স্বাধীনতার স্বাদ দেওয়া অত্যন্ত দরকারি’।

No comments