দাদা ম্যাজিক! এবার দিল্লী দলে অশ্বিন ও রাহানে। আইপিএল-এ বড় চমক।
নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেটীয় মোচড়ের জন্য এবং প্রশাসক হিসেবে ম্যান ম্যানেজমেন্ট এর জন্য তাঁর খ্যাতি বিশ্বজোড়া। তিনি আর কেও নন তিনি বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলোয়াড় হিসেবে আইপিএল ছেড়েছেন অনেকদিন হল। কিন্তু কোন দলের সাথে প্রথম মেন্টর হিসেবে কাজ করেলেন গত আইপিএল এ দিল্লী দলের সাথে। মোদ্দা কথা উপদেষ্টা হিসাবে আই পি এল এ তাঁর বয়স মাত্র ৪ মাস। আর এই চারমাসে তিনি রিকি পন্টিংকে সঙ্গে নিয়ে দিল্লিকে প্রথম আইপিএল সেমিফাইনালে পৌঁছেছিলেন। আর এবার সামনের সিজিনের জন্য এখন পর্যন্ত সব চেয়ে বড় চমক দিলেন দাদা।
রাজস্থান রয়্যালস থেকে অজিঙ্ক রাহানে। আর পাঞ্জাব থেকে রবিচন্দ্রন অশ্বিন কে তুলে নিয়ে। হাঁ এমনটাই ঘোটতে চলেছে সামনের আইপিএল সিজিনে। এঁরা দু'জনে স্বেচ্ছায় দাদার ফ্র্যাঞ্চাইজিতে খেলতে চেয়েছেন। অজিঙ্ক রাহানে রাজস্থান রয়্যালস ছেড়ে দিল্লি যাচ্ছেন। কনফার্মড। আর অশ্বিন-তিনিও সব ঠিকঠাক চললে দিল্লি সংসারে ঢুকতে চলেছেন। আর হাঁ রিকি পন্টিং দিল্লি কোচই থেকে যাচ্ছেন। জানিয়েছেন দাদা।
রাজস্থান রয়্যালস থেকে অজিঙ্ক রাহানে। আর পাঞ্জাব থেকে রবিচন্দ্রন অশ্বিন কে তুলে নিয়ে। হাঁ এমনটাই ঘোটতে চলেছে সামনের আইপিএল সিজিনে। এঁরা দু'জনে স্বেচ্ছায় দাদার ফ্র্যাঞ্চাইজিতে খেলতে চেয়েছেন। অজিঙ্ক রাহানে রাজস্থান রয়্যালস ছেড়ে দিল্লি যাচ্ছেন। কনফার্মড। আর অশ্বিন-তিনিও সব ঠিকঠাক চললে দিল্লি সংসারে ঢুকতে চলেছেন। আর হাঁ রিকি পন্টিং দিল্লি কোচই থেকে যাচ্ছেন। জানিয়েছেন দাদা।

No comments