এবার কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন করলেন শোভন।
নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা শোভন চট্টোপাধ্যায়। এবং যোগ দেবার সাথে সাথে তিনি কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তিনি বলেছেন বিজেপিতে যোগদান দেওয়ায় নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি।
কলকাতায় ফিরলে তাঁর ওপর হামলা হতে পারে। তাই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক। মোটামুটি অন্যদল থেকে যারা বিজেপিতে যোগদান করেছেন তারা সবাই নিরাপত্তা পেয়েছেন। এবার সেই তালিকায় নতুন নাম তুলতে চলেছেন সদ্য গেরুয়া রঙ মাখা নেতা শোভন চট্টোপাধ্যায়।

No comments