লস্কর-ই-তৈবার টার্গেট এবার প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসী।
নজরবন্দি ব্যুরোঃ লস্কর-ই-তৈবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে হামলার ছক কষছে। রিপোর্ট অনুযায়ী অনেক বড় জঙ্গি হামলার ছক কষা হয়েছে। এবং সেজন্য বারানসীকে প্রধান টার্গেট করেছে লস্কর জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই বারাণসীতে এসে বেশ কয়েকজন জঙ্গি ঘাঁটি গেড়েছে। এবং এখানে কীভাবে নাশকতা চালানো যায় তার পরিকল্পনা করছে। মে মাসের ৭ তারিখ থেকে ১১ তারিখ বারাণসীতে ছিল উমর ও তার নেপালী সঙ্গী।
সেখানার এক জনবহুল এলাকায় ঘর ভাড়া নেয় তারা। এরপর এই চারদিনের মধ্যে প্রায় গোটা বারাণসী চষে বেড়ায়। দেখা করে একাধিক জনের সঙ্গে। গোপনে নিজেদের নাশকতার পরিকল্পনাকে কার্যকর করার চেষ্টা করে। যেহেতু বারানসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র, ফলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে শুধু বারানসী নয় ফৈজাবাদ ও গোরক্ষপুরেও জঙ্গি ঘাঁটি তৈরির চেষ্টা করছে লস্কর। কিন্তু এখন প্রশ্ন উঠছে কীভাবে ভারতের প্রবেশ করল উমর মাদনি? এবং কেন তাকে পাকড়াও করা যাচ্ছে না? গোয়েন্দার জানিয়েছেন, নেপাল হয়ে ভারতের প্রবেশ করেছে এই লস্কর জঙ্গি। এবং তাকে এখনও ধরতে না পারার একমাত্র কারণ, বারবার তার স্থান পরিবর্তন করা।
সেখানার এক জনবহুল এলাকায় ঘর ভাড়া নেয় তারা। এরপর এই চারদিনের মধ্যে প্রায় গোটা বারাণসী চষে বেড়ায়। দেখা করে একাধিক জনের সঙ্গে। গোপনে নিজেদের নাশকতার পরিকল্পনাকে কার্যকর করার চেষ্টা করে। যেহেতু বারানসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র, ফলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে শুধু বারানসী নয় ফৈজাবাদ ও গোরক্ষপুরেও জঙ্গি ঘাঁটি তৈরির চেষ্টা করছে লস্কর। কিন্তু এখন প্রশ্ন উঠছে কীভাবে ভারতের প্রবেশ করল উমর মাদনি? এবং কেন তাকে পাকড়াও করা যাচ্ছে না? গোয়েন্দার জানিয়েছেন, নেপাল হয়ে ভারতের প্রবেশ করেছে এই লস্কর জঙ্গি। এবং তাকে এখনও ধরতে না পারার একমাত্র কারণ, বারবার তার স্থান পরিবর্তন করা।

No comments