Header Ads

ঋষভের বদলে দ্বিতীয় টেস্টে ঋদ্ধিকে খেলানোর দাবী কিরমানির।

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ ১৮ মাস চোটের জন্য দলের বাইরে ছিলেন ভারতের ১ নম্বর টেস্ট উইকেট কিপার ঋদ্ধিমান সাহা। তাঁর চোটের ফাঁকে দলে জাইগা করে নিয়েছেন পান্থ। ক্যারিবিয়ান সিরিজে দলে সুযোগ পেলেও প্রথম ১১ তে জাইগা হয়নি সাহার। সেখানে আছেন পান্ত। কিন্তু প্রথম টেস্টে সেভাবে রান পাননি রিশব পান্থ। আর তাই পন্থের পরিবর্তে কিংস্টনে দ্বিতীয় টেস্টে ঋদ্ধিকে খেলানোর জন্য সওয়াল করলেন প্রাক্তন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি। তিনি বলেন “পন্থ এখনও শিশুর মতো।
 কিন্তু ও গড গিফটেড! এখনও অনেক কিছু শিখতে হবে ওকে। মাঠের সবচেয়ে কঠিন জায়গা উইকেট কিপিং। এক জোড়া গ্লাভস পড়ে যে কেউ উইকেট কিপিং করতে পারে না। দুর্ভাগ্যবশত চোট ছিল সাহার। ওকেও সমান সুযোগ দেওয়া উচিত। যদি ওকে সুযোগই না দেওয়া হয় তাহলে কেন দলে রাখা হয়েছে। পারফরম্যান্সের নিরিখে বিচার করতে হবে। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করে তবেই ও দলে সুযোগ পেয়েছে। এখন দেখতে হবে মাঠে কে ধারাবাহিক সেটা ব্যাটিং হোক কিংবা উইকেটকিপিং-কিংবা অলরাউন্ড দক্ষতা”।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.