Header Ads

কড়া গণপিটুনি বিরোধী বিল আনতে চলেছে রাজ্য সরকার।

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভায় গণপিটুনি বিরোধী বিল আনতে চলেছে রাজ্য সরকার। কড়া আইন আনছে রাজ্য। নতুন আইনে, গণপ্রহারে কারোর মৃত্যু হলে দোষীদের শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। জরিমানা দিতে হবে ১ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত। অথবা একসঙ্গে দুটোই কার্যকর হবে। গণপিটুনিতে কারও আঘাত গুরুতর হলে দোষীদের ১০ বছর কারাদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ডের সংস্থান থাকছে।
 অথবা, ২৫ হাজার টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। ২জন বা তার বেশি হামলা করলেই গণপ্রহারের মামলা দায়ের করতে হবে। গণপিটুনির অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। গণপিটুনি রোধে ২০১৮-র ১৭ জুলাই সুপ্রিম কোর্ট প্রতিটি রাজ্যকেই নতুন করে আইন তৈরির নির্দেশ দেয়। সর্বোচ্চ আদালতের নির্দেশের দুবছর পর আইন আনতে উদ্যোগী হল রাজ্য ।বিধানসভা সূত্রে জানা গেছে, শুক্রবার এই বিল নিয়ে আলোচনা হতে পারে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.