দল ও পুলিশ কে টাকা দেবেন না। জানালেন মমতা।
নজরবন্দি ব্যুরোঃ দলের নাম করে টাকা নেওয়ার ব্যাপারে প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার গুড়াপের কংসারিপুর মোড়ে হওয়া এই বৈঠকে তিনি বলেন, ‘কেউ কেউ বলেন, নির্বাচন আসছে, টাকা লাগবে। পার্টিকে টাকা দিতে হবে। পার্টিকে টাকা দিতে হয় না। অনেক কষ্ট করে পার্টি চলে। পার্টি চালানোর জন্য কারও থেকে টাকা নেওয়ার প্রয়োজন হয় না’। মুখ্যমন্ত্রী এদিন বলেন, তিনি পরিস্কার বলছেন যে তাঁর দল সাধারণ মানুষের কাছ থেকে এভাবে টাকা আদায় করেনা। কেউ যেন তাঁদের কাছ থেকে এভাবে টাকা আদায়ের চেষ্টা না করেন। আমজনতাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, কোনও সরকারি কাজের জন্য কোনও সরকারি আধিকারিক বা পুলিশকে টাকা দেবেন না।
পুলিশকে টাকা তুলে কলকাতায় পাঠাতে হয় কি না, এ ব্যাপারে সোমবারই বর্ধমানের প্রশাসনিক বৈঠকে জানতে চেয়েছিলেন মমতা। মঞ্চেই রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ করপুরকায়স্থকে তিনি প্রশ্ন করেছিলেন, ‘তোমরা কি টাকা নাও?’ সুরজিত্বাবু জবাবে বলেছিলেন, ‘প্রশ্নই ওঠে না’। তোলাবাজি নিয়ে এর আগে মমতার নির্দেশের পরে জেলায় জেলায় কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ হয়েছিল। যা রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির দিকে গড়ায় এবং বিরোধীরাও তার 'সুযোগ' পেয়ে যায়। এ বার দলের নামে টাকা তোলা বন্ধ করার কথা বলে মুখ্যমন্ত্রী ফের আগুনে ঘি ঢাললেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের ধারণা।
পুলিশকে টাকা তুলে কলকাতায় পাঠাতে হয় কি না, এ ব্যাপারে সোমবারই বর্ধমানের প্রশাসনিক বৈঠকে জানতে চেয়েছিলেন মমতা। মঞ্চেই রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ করপুরকায়স্থকে তিনি প্রশ্ন করেছিলেন, ‘তোমরা কি টাকা নাও?’ সুরজিত্বাবু জবাবে বলেছিলেন, ‘প্রশ্নই ওঠে না’। তোলাবাজি নিয়ে এর আগে মমতার নির্দেশের পরে জেলায় জেলায় কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ হয়েছিল। যা রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির দিকে গড়ায় এবং বিরোধীরাও তার 'সুযোগ' পেয়ে যায়। এ বার দলের নামে টাকা তোলা বন্ধ করার কথা বলে মুখ্যমন্ত্রী ফের আগুনে ঘি ঢাললেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের ধারণা।

No comments