Header Ads

সাদা-কালো থেকে অতীত হয়ে গেলেন সুব্রত ভট্টাচার্য।

নজরবন্দি ব্যুরোঃ ডুরান্ড কাপে মহমেডান শেষ চারে পৌঁছতে পারেনি। কলকাতা ফুটবল লিগেও ভালো জাইগাতে নেই সাদা-কালো শিবির। এমনকি সাদার্ন সমিতির বিরুদ্ধেও মহেমডান ম্যাচড্র করায় আজ মঙ্গলবার কোচ নিয়ে কর্মসমিতির জরুরি বৈঠক ডেকেছিলেন ক্লাব সচিব কামারুদ্দিন। আর এই সভার পরেই সুব্রত ভট্টাচার্য অতীত হয়ে গেলেন সাদা-কালো শিবিরে।
তাঁর জায়গায় কোচ করা হল অনূর্ধ্ব১৯ দলের কোচ সইদ রামনকে। টিডি করে আনা হয়েছে দীপেন্দু বিশ্বাসকে। বুধবার সকাল থেকেই দল নিয়ে মাঠে নেমে পরবেন দীপেন্দু। ডুরান্ডের শেষ ম্যাচের পরই নাকি কোচের সঙ্গে কথাকাটাকাটি হয় সাদাকালো কর্তা কামরুদ্দীনের। সুব্রতর বিরুদ্ধে নানান অভিযোগ করছেন কর্তারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.