দল বললে মমতার বিরুদ্ধে ভোটে দাঁড়াব। এবং জিতব। বললেন দিদির কানন।
নজরবন্দি ব্যুরোঃ দিল্লীতে দল বদলের পালা শেষ করে প্রথমবার রাজ্যের বিজেপি অফিসে শোভন চট্টোপাধ্যায়। আর প্রথম দিন এসেই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সুপ্রিমকে। শোভন কে সাংবাদিক সম্মেলনে দেখে সাংবাদিকরা লোভ সামলাতে পারলেন না। তাঁর দিকে প্রথম প্রশ্ন এলো বিজেপি চাইলে কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন? যেমন প্রশ্ন ঠিক তার উত্তর দিলেন এতটুকু দ্বিধা না রেখে।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাশে বসিয়ে দিদির স্নেহের কানন বললেন আগে যে দলে ছিলাম, সেই দল থেকে যে নির্দেশ পেয়েছি অক্ষরে অক্ষরে পালন করেছি।তাই আজ বিজেপি যা বলবে, আমি তার জন্য প্রস্তুত।যদি দল মনে করে আমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁর করাবে আমি দাঁড়াব। আর শুধু দাঁড়াব না নির্বাচন জিতে দেখাব। তাই দল বদলেছেন ঠিক কিন্তু দায়িত্বের দিক থেকে তিনি যে একই আছেন তা এই কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন তিনি।
কোন মন্তব্য নেই