সীমান্ত পেরিয়ে দেশে ঢুকেছে আফগান জঙ্গি। হাই অ্যালার্ট রাজ্য জুড়ে।
নজরবন্দি ব্যুরোঃ নাশকতা চালাতে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকেছে চার আফগান বংশোদ্ভূত জঙ্গি। এই গোয়েন্দা রিপোর্ট ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশে। গুজরাত ও রাজস্থান সীমানায় অবস্থিত রাজ্যের আট জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি। প্রকাশ করা হয়েছে জঙ্গিদের স্কেচও।
রাজ্যের একাধিক জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিস। ঝাবুয়া জেলার পুলিস সুপার ভিনিত জৈন জানিয়েছেন যে জঙ্গি অনুপ্রবেশ করেছে সে আফগানিস্থানের কানোয়ার প্রদেশের বাসিন্দা। কয়েকদিন আগেই গোয়েন্দারা জানিয়েছিলেন, কাশ্মীর সীমান্তে কড়া নিরাপত্তা থাকায় গুজরাট সীমান্ত দিয়ে দেশে জঙ্গি অনুপ্রবেশ করছে।
রাজ্যের একাধিক জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিস। ঝাবুয়া জেলার পুলিস সুপার ভিনিত জৈন জানিয়েছেন যে জঙ্গি অনুপ্রবেশ করেছে সে আফগানিস্থানের কানোয়ার প্রদেশের বাসিন্দা। কয়েকদিন আগেই গোয়েন্দারা জানিয়েছিলেন, কাশ্মীর সীমান্তে কড়া নিরাপত্তা থাকায় গুজরাট সীমান্ত দিয়ে দেশে জঙ্গি অনুপ্রবেশ করছে।
কোন মন্তব্য নেই