‘দাদাগিরির’ পর এবার বাংলা সিরিয়ালে পা রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়!
নজরবন্দি ব্যুরোঃ বাংলা ক্রিকেটের এবং বাংলার আইকন সৌরভ গাঙ্গুলি। এ কথা বোলার অপেক্ষা রাখে না। ক্রিকেট থেকে অবসরের পর নানা কাজের সঙ্গে জরিয়েছেন মহারাজ। খেলা সংক্রান্ত কাজের বাইরে তার মধ্যে অন্যতম রিয়্যালিটি শো ‘দাদাগিরি’। এই শো এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া আর সেটা যে দাদার সঞ্চালনার জন্য তা হয়তো মানবেন সবাই। কিন্তু এবার সৌরভের পক্ষ থেকে টিভি দর্শকদের জন্য থাকছে এক অবিশ্বাস্য ও অভিনব সারপ্রাইজ।
বাংলা সিরিয়ালে অভিনয় করতে চলেছেন মহারাজ! হাঁ ঠিকই পড়েছেন। অভিনয় করছেন সৌরভ। যার শুটিং ও হয়ে গিয়েছে। জনপ্রিয় সিরিয়াল ‘বকুল কথা’ তে অভিনয় করলেন দাদা। ঐ মেগা ধারাবাহিকের গল্পে জমি আত্মসাত্ সংক্রান্ত এক ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট খেলার চ্যালেঞ্জ আসে নায়িকা বকুলের কাছে। আর সেখানেই বকুলকে উৎসাহ দিতে আসেন স্বয়ং মহারাজ। এই বিষেশ এপিসোডটি দেখানো হবে ১৪ থেকে ১৭ অগস্টের মধ্যে। এমনটাই জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।
No comments