৩৭০ ধারার জের পাকিস্তানে নিষিদ্ধ হল ভারতীও সিনেমা!
নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে পাকিস্তান কি করবে তা ভেবে উঠতে পারছে না, অথচ এই ৩৭০ ধার তোলা না তোলা সম্পূর্ণ ভারতের বিষয়। কিন্তু দেশটার নাম যখন পাকিস্তান তখন কোন কিছুই বলা যায়না। গত কাল সে দেশের সরকার ভারতের সাথে সমস্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে। রাষ্ট্রদূত কে ভারতে পাঠিয়ে দেবার নির্দেশ দিয়েছে। আজ ফের আবার আকাশ পথ বন্ধ করেছে। আর ভারতের সাথে কোন সমস্যা হলে যেটা তারা সবসময় করে থাকে তা হল ভারতীও সিনেমা বন্ধ করা। সেটা আজ আবার করলো পাকিস্তান।
বৃহস্পতিবার পাক সরকারের তরফে ঘোষণা করা হয় পাকিস্তানে কোনও ভারতীয় সিনেমা প্রদর্শন হবে না। কিন্তু পাকিস্তানের সিনেমা বিনোদনটা অনেকটাই ধরে রেখেছে ভারতীয় সিনেমা। বিশেষ করে বলিউডি সিনেমা। সেদেশের সিনেমা হল গুলি চলে প্রধানত ভারতীও সিনেমার জন্য, লাভের বেশিরভাগ অংশ সেখান থেকে আসে। ফলে পাকিস্তানের এই সিদ্ধান্তে ভারতীয় সিনেমার তেমন কিছু যায় আসে না। তবে পাকিস্তানের আসে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার পাক সরকারের তরফে ঘোষণা করা হয় পাকিস্তানে কোনও ভারতীয় সিনেমা প্রদর্শন হবে না। কিন্তু পাকিস্তানের সিনেমা বিনোদনটা অনেকটাই ধরে রেখেছে ভারতীয় সিনেমা। বিশেষ করে বলিউডি সিনেমা। সেদেশের সিনেমা হল গুলি চলে প্রধানত ভারতীও সিনেমার জন্য, লাভের বেশিরভাগ অংশ সেখান থেকে আসে। ফলে পাকিস্তানের এই সিদ্ধান্তে ভারতীয় সিনেমার তেমন কিছু যায় আসে না। তবে পাকিস্তানের আসে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
No comments