ডুরান্ড কাপে এটিকে-কে হারিয়ে সেমিফাইনালের দোরগোড়ায় সবুজ-মেরুন।
নজরবন্দি ব্যুরোঃ ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে এটিকেকে ২-১ গোলে হারিয়ে ঘরের মাঠে ডুরান্ডের সেমিফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেল সবুজ-মেরুন শিবির। অন্যদিকে, ২-১ গলে সবুজ-মেরুনের কাছে হারে ডুরান্ড থেকে কার্যত ছিটকে গেল এটিকে।মোহনবাগানের হয়ে গোল করেন ফ্রান্সিসকো মোরান্তে এবং হোসেবা বেইতা। এটিকে-র হয়ে গোল করেন আশিস প্রধান। ৩৪ মিনিটে গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন মোরান্তে। কর্ণার থেকে আসা বল দুরন্ত হেডে গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায়
সবুজ-মেরুন। সুহেরের এক টি সুন্দর পাশ থেকে গোল করে যান আরএক স্প্যানিশ তারকা বেইতা। এরপর ৭৮ মিনিটে এটিকে-র হয়ে ব্যবধান কমান আশিস। কিন্তু তারপর আর
কোন গোলের সুযোগ দেয়নি মোহনবাগান।

No comments