Header Ads

ধোনির অবসর নিয়ে খুব মূল্যবান কথা বললেন সৌরভ।

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের পরে প্রায় ২ মাস ক্রিকেট থেকে দূরে এম এস ধোনি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সেনাবাহিনীর ট্রেনিংয়ে ব্যস্ত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেটাও শেষ করে ঘরে ফিরেছেন তিনি। কিন্তু এবার কি? বিশ্বকাপের পরে তাঁর অবসর নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে দেশ জুড়ে। সবার প্রশ্ন এবার কি আবার ব্যাট হাতে মাঠে নামবেন তিনি না কি বিদায় জানাবেন ক্রিকেট কে? ২০০৪ সালে যখন ভারতীয় দলে প্রথম ঢুকেছিলেন মহেন্দ্র সিং ধোনি, তখন দেশের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
 এবার এম এস এর প্রথম আন্তজাতিক ক্রিকেট অধিনায়ক সৌরভ তাঁর অবসর নিয়ে কি বললেন জানেন? এক সর্ব ভারতীও সংবাদ মাধ্যমে মহারাজ বলেছেন “সমস্ত বড় প্লেয়ারকেই এক সময়ে জুতো তুলে রাখতে হয়। এটাই স্পোর্টস। ফুটবলে মারাদোনাকে অবসর নিতে হয়েছিল। (সচিন) তেন্ডুলকর, (ব্রায়ান) লারা, (স্যর ডন) ব্র্যাডম্যান সবাইকেই খেলা ছাড়তে হয়েছে। এটাই নিয়ম। এমএস ধোনিকেও একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে”। দাদা আরও বলেন ধোনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন তা তাঁকেই বুঝতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.