Header Ads

জামিন হল না চিদম্বরমের। আগামী ৩০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবে প্রাক্তন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী

নজরবন্দি ব্যুরোঃ আইএনএক্স মিডিয়া মামলায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির অভিযোগে গত ২১ অগস্ট প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ করে দিল্লি হাইকোর্ট। ওই দিন রাতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। পরের দিন বিশেষ সিবিআই আদালতে তোলা হলে বিচারক তাঁকে ২৬ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন।আজ সেই মেয়াদ শেষ হয়েছে। কিন্তু আবার ধাক্কা খেলেন তিনি। তাঁর জামিন হল না আজও। উল্টে আগামী ৩০ অগস্ট পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ালেন বিশেষ সিবিআই আদালত।
 চিদম্বরমের আগাম জামিনের বিরোধিতা করে সিবিআই আইনজিবি বলেন হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করেছেন চিদম্বরম। অপরদিকে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রীর হয়ে সওয়াল করেন বর্ষীয়ান কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি। দু দিকের কথা সোনার পর বিচারক আগামী ৩০ অগস্ট পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ান বিচারক। সিবিআই সূত্রে খবর টানা জেরা করারা সময় তিনি অসহযোগিতা করছিলে অফিসারদের। এছার মনে করা হচ্ছে আরও অনেক প্রয়োজনীয় তথ্য পাওয়া যেতে পারে তাঁর কাছ থেকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.