এবার গান গাইবেন হার্দিক-ক্রুনাল! দেখুন ভিডিও।
নজরবন্দি ব্যুরোঃ ভারতীও দলের এখন সব ধরনের ক্রিকেটে নিয়মিত খেলছেন হার্দিক পান্ডিয়া। দলের অন্য ক্রিকেটারদের চেয়ে একটু অন্য রকম হার্দিক। তাঁর খেলা ছারাও পোশাক, লাইফ স্টাইল অন্যরকম। যে কারণে বিতর্কে জরিয়েছিলেন কিছু দিন আগে এ হেন হার্দিক তাঁর ভাই ক্রুনাল পান্ডিয়া কে নিয়ে এবার সুরের জগতে।
হাঁ এবার পান্ডিয়া ব্রাদার্স গায়বেন গান। তারই মহরায় ব্যস্ত দুই ভাই। কোন গান জানেন? বিখ্যাত গান “হোয়াই দিজ কোলাভরি ডি”। সেই গানের অনুশীলনের ভিডিও আপলোড হতেই ভাইরাল হল। দেখিন ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/krunalpandya24/status/1160153487637958657
হাঁ এবার পান্ডিয়া ব্রাদার্স গায়বেন গান। তারই মহরায় ব্যস্ত দুই ভাই। কোন গান জানেন? বিখ্যাত গান “হোয়াই দিজ কোলাভরি ডি”। সেই গানের অনুশীলনের ভিডিও আপলোড হতেই ভাইরাল হল। দেখিন ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/krunalpandya24/status/1160153487637958657

No comments