তিন তালাক,৩৭০ এর পর কি এবার ধর্মান্তকরণ বিল? ছুটছে মোদীর অশ্বমেধের ঘোড়া।
নজরবন্দি ব্যুরোঃ তিন তালাক, ৩৭০ ধারার পর এবার কি ধর্মান্তকরণ বিরোধী বিল? তিন তালাক থেকে শুরু করে ৩৭০ ধারা বিলোপ পর্যন্ত দ্বিতীয় মোদী সরকার সংঘ পরিবারের এজেন্ডাগুলিই একের পর এক পূরণ করে চলেছে। সেই তালিকায় পরবর্তী নাম - ধর্মান্তকরণ বিরোধী বিল। বিজেপির অন্দরে খবর কিন্তু এই রকমই। সংসদের শীত কালীন অধিবেশনে এই বিল টি আনার পরিকল্পনা করছে সরকার। সুত্রের খবর এখন দেশের আদিবাসী অঞ্চলে জোরকরে ধর্মান্তকরণ হয়ে চলেছে আবার লাভ জেহাদের মতো ঘটনাও ঘটছে। এই অবস্থার উপর কাবু পেতে এই বিল।
বিজেপির দাবী স্বাধীনতার সময় দেশে ৯০ শতাংশ হিন্দু ছিল এখন তা নেমে এসেছে ৭০ থেকে ৭২ শতাংশে। যেটা চিন্তার কারণ। কিন্তু বিরোধিরা মনে করেন এই কমে যাওয়ার কারণ হিন্দুদের পরিবার পরিকল্পনা। এর আগে মোদী সরকার একটি প্রকল্প নিয়েছিল যার নাম ছিল “ ঘর অয়াপসি” সেটা নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ ছিল । তাই এ বার ধর্মান্তরণ পাকাপাকি রুখতেই বিল আনার ভাবনা। সব ঠিক থাকলে আগামী শীতকালীন অধিবেশনেই পেশ হবে ধর্মান্তকরণ বিরোধী বিল।

No comments