হাঁটুর হাঁটুতে অস্ত্রোপচার হল সুরেশ রায়নার। ছয় সপ্তাহ ক্রিকেট থেকে দূরে।
নজরবন্দি ব্যুরোঃ হাঁটুর সমস্যা নিয়ে বহুদিন ধরেই ভুগছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান রায়না । শুক্রবার তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। চার থেকে ছয় সপ্তাহ রিহ্যাব শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তিনি। অর্থাত্ আপাতত ঘরোয়া ক্রিকেটও খেলতে পারবেন না এই ভারতীয় ব্যাটসম্যান। ফলে আপাতত রায়নাকে বাইশ গজে দেখা যাবে না।
গত আইপিএলে শেষবার চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে ব্যাট হাতে দেখা গিয়েছিল রায়নাকে। ১৭ ম্যাচে তিনটি সেঞ্চুরি-সহ ৩৮৩ রান ঝুলিতে ভরেছিলেন তিনি। তবুও জাতীও দলে খেলার সুযোগ পাননি তিনি। দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর গত কয়েকমাস ধরেই চোট-আঘাতে ভুগছিলেন। সেই কারণে ক্যারিবিয়ান সফরেও তাঁকে রাখা হয়নি।

No comments