টেস্ট খেলে অবসরের স্বপ্ন সফল হল না গেইলের।
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপ চলাকালীন ক্রিস গেল ইচ্ছেপ্রকাশ করেছিলেন, ভারতের বিরুদ্ধে একটি টেস্ট খেলে অবসর নেবেন। কিন্তু তাঁর এই আবেগকে মূল্য দিলেন না নির্বাচকরা। কারন ভারতের বিরুদ্ধে গেইল কে টেস্ট দলে রাখেননি নির্বাচকরা। ফলে তাঁর সেই আশা অপূর্ণই থেকে গেল বলে মনে করা হচ্ছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ইউনিভার্স বস। তারপর আর কোন টেস্ট খেলেননি তিনি। ১০৩টি টেস্ট খেলে তিনি রান করেছেন ৭২১৪। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৩৩ রানের সেই দানবীয় ইনিংস ভোলেনি ক্রিকেটবিশ্ব।
এই মুহূর্তে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান-ডে সিরিজ খেলছন গেইল । আজ রবিবার ১১ অগাস্ট ১৪ অগাস্ট সিরিজের তৃতীয় ও অন্তিম ম্যাচ। তাই মনে করা হচ্ছে এই ম্য়াচের পরেই গেইল নিজের আন্তর্জাতিক কেরিয়ারকে আলবিদা জানাবেন। ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেগ ব্রাথওয়েট, ড্যারেন ব্র্যাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, শেন ডাউরিচ (উইকেটকিপার), শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শেই হোপ, কেমার রোচ ও কিমো পল।

No comments