বকেয়া টাকার কারণে আবার বন্ধ রাসমণি,দেবী চৌধুরাণী, মহাপীঠ তারাপীঠ মেগার শুটিং।
নজরবন্দি ব্যুরোঃ আবার বকেয়া টাকার কারণে টলিপাড়াতে বন্ধ হয়ে গেল বেশ কয়েকটি মেগা ধারাবাহিকের শুটিং। আর রাণী রাসমণি, দেবী চৌধুরাণী, মহাপীঠ তারাপীঠ এই তিন টি ধারাবাহিকের প্রযোজক হলেন সুব্রত রায়ের প্রযোজনা সংস্থা। অভিযোগ বকেয়া টাকার পাশাপাশি টিডিএস-এর টাকা কাটাও নাকি জমা দেয়নি এই সংস্থা।
অনেক দিন ধরে বাকি রয়েছে কলাকুশলীদের বকেয়া টাকা। আর সেকারণেই শুক্রবার থেকে বন্ধ রয়েছে শুটিং। কিন্তু যদি শুটিং বন্ধ থাকে তাহলে নতুন এপিসোড কি দেখান সম্ভব হবে চ্যানেল গুলির পক্ষে? জানা গিয়েছে কিছু বাঙ্কিং বেশি আছে আপাতত নতুন এপিসোড দেখতে পারবেন দর্শকরা।
অনেক দিন ধরে বাকি রয়েছে কলাকুশলীদের বকেয়া টাকা। আর সেকারণেই শুক্রবার থেকে বন্ধ রয়েছে শুটিং। কিন্তু যদি শুটিং বন্ধ থাকে তাহলে নতুন এপিসোড কি দেখান সম্ভব হবে চ্যানেল গুলির পক্ষে? জানা গিয়েছে কিছু বাঙ্কিং বেশি আছে আপাতত নতুন এপিসোড দেখতে পারবেন দর্শকরা।
কোন মন্তব্য নেই