Header Ads

অনুব্রতর গড়ে ফের বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি।

নজরবন্দি ব্যুরোঃ ঘটনাস্থল বড়রা গ্রামের নামোপাড়া, বড়রা খয়রাশোলে। আর বাড়িটি হচ্ছে খোদ এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের। বাড়িটির চাল উড়ে গেল বিস্ফোরণে। হাঁ এমনটাই হয়েছে অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূম জেলার উপরিউক্ত গ্রামে। এই ঘটনা নাকি বিরোধীদের চক্রান্ত। পাশেই ঝাড়খণ্ড। সেখান থেকে বিজেপির দুষ্কৃতীরা এসে অশান্তি সৃষ্টি করতে চাইছে। বলেছেন তৃণমূলের জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী।
দিন তিনেক আগেই শর্তাধিন জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন পঞ্চায়েত সদস্য শেখ মহিবুল। কিছুদিন আগে তৃণমূল পার্টি অফিসে মজুত বোমা ফাটা কাণ্ডে জেলে ছিলেন তিনি। শনিবারই তিনি ও আরও দুজন অভিযুক্ত ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন আর শনিবারেই বাড়িতে থাকা বোমা ফেটে উড়ে যায় নিজের বাড়ির একাংশ। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন "ঘটনার খবর পেয়ে পুলিশের শীর্ষ আধিকারীকরা গেছে এলাকায়। তদন্ত শুরু হয়েছে”। এদিকে ঘটনার পর গ্রামে শুরু হয়ে গিয়েছে জোড় শোরগোল। প্রায় পুরুষ শূন্য গ্রাম।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.