Header Ads

রানু মণ্ডল কে বিগ বসের ঘরে আমন্ত্রণ জানালেন সলমন!

নজরবন্দি ব্যুরোঃ রানাঘাট স্টেশনে ৪ নম্বর প্লাটফর্মে গান করা সেই ভবঘুরে রানু মণ্ডল এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম স্যেলিব্রেটি। তাঁর গান শুনে মজেছেন কোটি কোটি আম ভারতীও থেকে বলিউডের গায়ক সুরকাররা। তাইতো ২ দিন আগে হিমেশ রেশমিয়ার ছবিতে তাঁর সুরে হিন্দি ছবিতে গান গেয়ে এলেন তিনি। সুত্রের খবর আরও যে বলিউড সুপার স্টার সলমন খান নাকি রানুর গান শুনে অবিভুত।
 তিনিই নাকি হিমেশ কে বলেন তাঁর ছবিতে রানু কে গান গাওয়াতে। তবে সেটা কতটা ঠিক তা নিয়ে তর্ক হতেই পারে। কিন্তু এবার খবর আরও বড়। সলমন নাকি এবার বিগ বসের ঘরে আমন্ত্রণ জানিয়েছেন এই গায়িকাকে। হাঁ এক বলিউড বিনোদন চ্যানেলের খবর অনুযায়ী ইতি মধ্যেই ভাইজান রানু মণ্ডল কে নাকি অনুরোধ করেছেন যে তিনি যেন এবার বিগ বসের ঘরে থাকেন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.