Header Ads

শনিবার রাতে নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে নিহত আসানসোলের তৃণমূল কাউন্সিলর ।

নজরবন্দি ব্যুরোঃ শনিবার মাঝরাতে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন আসানসোলের তৃণমূল কাউন্সিলর মহম্মদ খালিদ খান। আসানসোল পুরনিগমের ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শনিবার রাতে খাওয়াদাওয়ার পর বাড়ির বাইরে পাইচারি করছিলেন খালিদ। গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ খালিদকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
নিহত কাউন্সিলার খালিদের ভাই আরমান জানিয়েছেন তার সামনেই খালিদ কে খুন করা হয়েছে। একটি বাইকে বসেছিল তিন দুষ্কৃতী। তাঁদের মধ্যে থেকে নেমে আসে ২ জন। এরপর তারা প্রথমে খালিদের পায়ে গুলি করে। পরে তার গলায় রিভালবার ঠেকিয়ে গুলি চালানো হয়। তবে এই খুনের পেছনে রাজনৈতিক যোগ আছে কিনা তা খতিয়ে দেকছে পলিশ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.