Header Ads

আবার হেনস্থার শিকার হলেন এক অভিনেত্রী। এবার তেল পাম্প কর্মীদের কাছে।

নজরবন্দি ব্যুরোঃ কোলকাতার বুকে আবার হেনস্থার শিকার হলেন এক অভিনেত্রী। বাইপাস রুবি মোড়ের কাছে একটি পেট্রোল পাম্প কর্মীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন টেলি অভিনেত্রী জুহি সেনগুপ্ত। রবিবার ছুটির দিন। তাই তিনি এই দিনটা পরিবারের সঙ্গে পরিকল্পনামাফিক বাবা-মায়ের সঙ্গে বের হন। রুবির মোড়ে একটি পেট্রল পাম্প থেকে গাড়িতে তেল ভরারা জন্য যান। অভিনেত্রীর অভিযোগ তিনি ১৫০০ টাকার তেল দিতে বলেন কিনতি ঐ পাম্প কর্মী তার বেশি তেল দিচ্ছে দেখে জুহি তাকে থামতে বলেন এবং বলে আমি আপনাকে ১৫০০ টাকার পেট্রোল দিতে বলেছি প্রত্যুতরে অয়াম কর্মী বলেন আমি তো শুনেছি ৩০০০ টাকার তেল। এই নিয়ে শুরু হয় বচসা।
তা ক্রমেই বারতে থাকে এক সময় আচমকাই গাড়ির সামনে ও পাশ থেকে প্রায় ঘেরাও করে পাম্পের কর্মীরা। এরপরই অভিনেত্রীর গাড়ির চাবি খুলে নেওয়া হয় বলে অভিযোগ। আটকাতে যান অভিনেত্রীর বাবা। অভিযোগ, তখনই তাঁকে মারধর করা হয়। গোটা ঘটনায় পাম্প কর্মীদের বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।ঘটনায় ধাক্কাধাক্কির কথাও স্বীকার করে নিয়েছেন পাম্প মালিক। তবে অভিনেত্রী জুহিই তাঁদের কর্মীদের গায়ে প্রথম হাত তোলেন বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ। তাদের গোটা ঘটনার কথা খুলে বলেন অভিনেত্রী । অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে কসবা থানার পুলিশ। পেট্রল পাম্পের ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.