Header Ads

বুমরাহ ঝড়ে কুপোকাত ক্যারিবিয়ানরা। ৩১৮ রানে জয়ী ভারত।

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব চাম্পিয়ান্সিপের প্রথম টেস্টে ৩১৮ রানে জয়ী হল কোহলি বাহিনী। বুমরাহের ৫ উইকেট ও রাহানের সেঞ্চুরিই শেষ করে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। ৪১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে বুমরাহকে ঠেকাতে নাজেহাল হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র এক ঘণ্টায় পাঁচটা উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের একার হাতেই শেষ করলেন ভারতীয় পেসার। সেই সঙ্গে ভারতকে দুই টেস্টের সিরিজে ১-০-য় এগিয়ে দিলেন। বুমরাহর বোলিং ফিগার ৮-৩-৭-৫।
 বুমরাহর শিকারের মধ্যে ছিলেন জন ক্যাম্পবেল (৭) ক্রেগ ব্রেথওয়েট (১) ও ড্যারেন ব্র্যাভোর (২) মতো ব্যাটসম্যানরা। এমনই অবস্থা দাঁড়াল যে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের সর্বোচ্চ রানটা করলেন একজন পেসার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ জিতে ৬০ পয়েন্ট পেল ভারত। বুমরাহের পর বাকি উইকেট গুলি তুলে নেন ওপর দুই পেসার ইশান্ত শর্মা (৩-৩১) ও মহম্মদ শামি (২-১৩) । এই রকম স্বপ্নের বোলিং করে বুমরাহ জানান ''প্রথম ইনিংসে বল ভিজে যাওয়ায় সে রকম সুইং পাইনি। দ্বিতীয় ইনিংসে বৃষ্টি না হওয়ায় সেই অসুবিধার মধ্যে পড়তে হয়নি।
ইংল্যান্ডে ডিউক বলে বল করার অভিজ্ঞতা হয়েছিল । এখানেও বল করতে তাই কোনও অসুবিধা হয়নি । টেস্টের স্কোর ভারত: ২৯৭ ও ৩৪৩/৭ ডিক্লেয়ার (রাহানে-১০২, হনুমা-৯৩, কোহলি-৫১, চেজ ৪-১৩২) ওয়েস্ট ইন্ডিজ: ২২২ ও ১০০ (রোচ ৩৮, বুমরাহ ৫-৭, সামি ২-১৩, ইশান্ত ২-৩১) । ৩১৮ রানে জয়ী ভারত।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.