বাবা ও বোনের পর এবার রাজনীতিতে আসছেন সঞ্জু। কোন দল জানেন?
নজরবন্দি ব্যুরোঃ রাজনীতি বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের রক্তে আছে একথা বললে খুব একটা ভুল হবে না। কারও তার বাবা প্রয়াত সুনীল দত্ত কংগ্রেসের নেতা তথা মন্ত্রীও ছিলেন । বন প্রিয়া দত্ত দীর্ঘ দিন কংগ্রেসের এম পি ছিলেন। সেই পরিবার থেকে আশা সঞ্জয় সেভাবে সক্রিয় রাজনীতিতে সেভাবে আসেন নি। যদিও ২০০৯ সালে সমাজবাদী পার্টি টিকিটে লখনউ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসেছিলেন কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।
এবার খবর সঞ্জু আসছেন সক্রিয় রাজনীতিতে। রাষ্ট্রীয় সমাজ পক্ষ (আরএসপি) এর অন্যতম কর্মকর্তা তথা মন্ত্রী মহাদেব জানকর জানিয়েছেন আগামী ২৫ সেপ্টেম্বর তাদের দলে আনুষ্ঠানিক ভাবে যোগ দেবেন সঞ্জয় দত্ত। যদিও সঞ্জয় এর পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
কোন মন্তব্য নেই