ব্যান্ডেলে তৃণমূল নেতা দিলীপ রামকে খুনে নাম জড়াল মহিলা প্রমোটারের।
নজরবন্দি ব্যুরোঃ ব্যান্ডেলে তৃণমূল নেতা দিলীপ রামকে খুনের ঘটনায় নাম জড়াল এক মহিলা প্রমোটার শকুন্তলা যাদবের। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই শকুন্তলার ছেলে মঙ্গল যাদব ও ২ সুপারি কিলার মহম্মদ নাসিম ও বৈজুনাথ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিস তদন্তে করে জানতে পেরেছে একটি ১০ কাটা জমি নিয়ে দিলীপ রামের সঙ্গে বিবাদ চলছিল শকুন্তলার। প্রায় কয়েক কোটি টাকা দাম এই জমিটির উপর নজর ছিল শকুন্তলার। আর তাতে বাধা দেন দিলীপ রাম। তাই পথের কাঁটা দিলীপ রামকে সরাতেই খুনের ছক কষে শকুন্তলা যাদব ও তার ছেলে মঙ্গল যাদব। দিলীপ রামকে খুনের জন্য ৩ লাখ টাকা সুপারিও দেওয়া হয়।
কিন্তু কে এই শকুন্তলা? শকুন্তলা যাদব ওরফে সমুন্দ্রির জন্ম ব্যান্ডেলেই। প্রথম জীবনে এলাকার কারখানা, জুট মিল ও গ্যারেজ কর্মীদের পুরনো জামা সরবরাহ করত। তারসাথে রেললাইন থেকে লোহা চুরি, ওয়াগন থেকে কয়লা চুরির কাজেও যুক্ত ছিল শকুন্তলা। এলাকার সুদের ব্যবসায়ী মুন্না লালের সঙ্গে বিয়ে হয় শকুন্তলা ওরফে সমুন্দ্রির। স্বামীর সঙ্গে সেই ব্যবসাতেও হাত পাকায় শকুন্তলা।
কোন মন্তব্য নেই