সারদা কাণ্ডে ফের স্বস্তি রাজীব কুমারের। গ্রেফতারির ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ল।
নজরবন্দি ব্যুরোঃ সারদা চিটফান্ড মামলায় ফের স্বস্তিতে আইপিএস রাজীব কুমার। সারদা কাণ্ডে রাজীব কুমারের গ্রেফতারির ওপর এই স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ২৭শে অগাষ্ট। সিবিআইয়ের আইনজীবী জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ব্যস্ত থাকায় এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়। এর মধ্যে রাজীব কুমারের বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না বলে জানিয়ে দিল আদালত। গত মার্চ থেকে সারদা কাণ্ডে রাজীব কুমারের যোগসাজস নিয়ে তত্পরতা শুরু করে সিবিআই।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে চিটফান্ড তদন্তের নথি নষ্ট করার যে অভিযোগ উঠেছে তার স্বপক্ষে কী তথ্য প্রমাণ রয়েছে, তা নিয়ে সিবিআইকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত গত ৩ ফেব্রুয়ারি রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাসভবনে জান সিবিআই অফিসাররা কিন্তু তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ৫ ফেব্রুয়ারি সিবিআই সুপ্রিম কোর্টে অভিযোগ জানায় কলকাতা পুলিশের বিরুদ্ধে। এরপরেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে শিলং-এ জেরা করে সিবিআই।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে চিটফান্ড তদন্তের নথি নষ্ট করার যে অভিযোগ উঠেছে তার স্বপক্ষে কী তথ্য প্রমাণ রয়েছে, তা নিয়ে সিবিআইকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত গত ৩ ফেব্রুয়ারি রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাসভবনে জান সিবিআই অফিসাররা কিন্তু তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ৫ ফেব্রুয়ারি সিবিআই সুপ্রিম কোর্টে অভিযোগ জানায় কলকাতা পুলিশের বিরুদ্ধে। এরপরেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে শিলং-এ জেরা করে সিবিআই।
কোন মন্তব্য নেই