রোনাল্ডো অবশেষে স্বীকার করে নিলেন ধর্ষণ কাণ্ডে টাকা দিয়ে মুখ বন্ধ করেছিলেন মায়োরগার।
নজরবন্দি ব্যুরোঃ তথ্য প্রমাণের অভাবে লাস ভেসাসের হোটেলে ক্যাথেরিন মায়েরগাকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ক্যাথরিনের মুখ বন্ধ রাখার জন্য তাঁকে টাকা দিয়েছিলেন অবশেষে স্বীকার করে নিলেন সিআর সেভেন।কত টাকা জানেন? ক্যাথরিন মায়োরগাকে ৩৭৫,০০০ মার্কিন ডলার (প্রায় দু'কোটি ৭০ লক্ষ টাকা) দিয়ে ছিলেন তিনি। ২০১৮ সালে সেপ্টেম্বরে নেভাদার আদালতে রোনাল্ডোর বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ এনে মামলা করেন মায়োরগা। ঘটনা ঘতার প্রায় ৯ বছর পর।
২০০৯ সালে মার্কিন মডেল মায়োরগা অভিযোগ করেছিলেন রোনাল্ডো লাস ভেগাসের একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন। রোনাল্ডো সেই অভিযোগ অস্বীকার করেছিলেন । লাস ভেগাস প্রশাসন গত মাসে জানিয়েছিলেন রোনাল্ডোকে অপরাধী সাব্যস্ত করার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ নেই এর পরে মায়োরকা দেওয়ানি মামলার উদ্যোগ নেন। রোনাল্ডোর আইনজীবী সেই মামলার পরিপ্রেক্ষিতেই বলেছেন মায়োরগার সঙ্গে আগেই এ ব্যাপারে মিটমাট হয়ে গিয়েছে। গোপন চুক্তিও হয়েছিল ২০১০ সালে ৩৭৫ মিলিয়নডলারের বিনিময়ে।
কোন মন্তব্য নেই