Header Ads

এবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ করার দাবী।

নজরবন্দি ব্যুরোঃ ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল এর সিম কার্ড এ আধার কার্ড বাধ্যতামূলক করার চেষ্টার পর এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপ-সহ যাবতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের পক্ষে কথা বললেন অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল। তাঁর দাবী ভুয়ো খবর বা ছবি দিয়ে বা আপত্তিকর কোনকিছু দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট কড়া হচ্ছে আর এই কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জসাধারনকে বা সরকারকে।
 ফলে এই সমস্ত ঘটনা রুখতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ জরুরি। এর মধ্যেই মাদ্রাজ, বম্বে এবং মধ্যপ্রদেশ হাই কোর্টে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করার দাবিতে মামলাও হয়েছে। তবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের এই প্রস্তাব ফেসবুক মেনে নেয়নি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.