রাজীব গান্ধী খেলরত্ন পাচ্ছেন বজরং পুনিয়া।
নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় কুস্তিকে নতুন দিশা দেখাচ্ছেন বজরং পুনিয়া। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশকে কুস্তিতে এক নতুন প্রান দিয়েছেন। এহেন বজরং কে এবার দেশের সব চেয়ে বড় ক্রীড়াসম্মান রাজীব গান্ধী খেলরত্ন দিতে চলেছে সরকার। ১২ সদস্যের কমিটি বজরংকে খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে।
তবে এর আগে কান তাঁকে এই পুরস্কার কেন দেওয়া হয়নি না নিয়ে বিতর্ক শুরু হয়েছিলো। পুরস্কারের জন্য মনোনীত হবার পর বজরং বলেন ‘আমি এই সম্মান পাওয়ার যোগ্য। পরে হলেও শেষ পর্যন্ত আমাকে এই সম্মান দেওয়া হচ্ছে’।
তবে এর আগে কান তাঁকে এই পুরস্কার কেন দেওয়া হয়নি না নিয়ে বিতর্ক শুরু হয়েছিলো। পুরস্কারের জন্য মনোনীত হবার পর বজরং বলেন ‘আমি এই সম্মান পাওয়ার যোগ্য। পরে হলেও শেষ পর্যন্ত আমাকে এই সম্মান দেওয়া হচ্ছে’।

No comments