Header Ads

নাট্য অ্যাকাডেমির সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন মনোজ মিত্র।

নজরবন্দি ব্যুরোঃ নাট্য অ্যাকাডেমির সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন মনোজ মিত্র। শুক্রবার তথ্য ও সংস্কৃতি দপ্তরকে চিঠি দিয়ে নিজে ইস্তফার কথা জানান এই নাট্য ব্যক্তিত্ব। দু'সপ্তাহ আগে নাট্য অ্যাকাডেমিতে নতুন কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতেই সভাপতি পদ পেয়েছিলেন মনোজ মিত্র। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর রাজ্য নাট্য অ্যাকাডেমির উপদেষ্টাদের তালিকা প্রকাশ করেছে। কিন্তু সেখানে আগের চেয়ে সদস্য বাড়ানো হলেও নাম বাদ পড়েছে বেশ কিছু প্রবীণ মানুষের। তবে এই নাম প্রকাশ হতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
কেন তালিকা থেকে বিশিষ্টরা বাদ পড়লেন, তা বলতে পারেননি সভাপতি মনোজ মিত্র। তিনি বলেছেন এই পরিবর্তন কেন হল, কীভাবে হল তা তিনি জানেন না। নতুনরা দিশা দেখাবেন তাই হয়তো বয়স্কদের বাদ দেওয়া হয়েছে। এমন ভাষাতেই কটাক্ষ করেছেন বাদ যাওয়া নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়। তবে নতুন কমিটিতে জায়গা পেয়েছেন ব্রাত্য বসু, অর্পিতা ঘোষরা। তবে মনোজ বাবুর ইস্তফা দেবার কারণ দেখিয়েছেন যে তাঁর শরীর ভালো না। কিন্তু এ ছারাও তিনি বলেছেন সংবাদ মাধ্যমে মনোজ মিত্র বলেন কয়েকজনের নাম বাদ দেওয়া হল। কিন্তু কেউ জানায়নি। এটা অশোভন বলেই মনে হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.