প্রবল বৃষ্টিতে নাজেহাল কোলকাতা। বৃষ্টি চলবে আর ৪ ঘণ্টা।
নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার যে বৃষ্টি শুরু হয়েছিলো টা কিছুটা কমলেও শনিবার ভোর রাত থেকে আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিতে জল মগ্ন কোলকাতা। জল জমে যায় কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভেনিউ, মহাত্মা গান্ধী রোড, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিট এবং বড়বাজার এলাকায় নিচু জায়গায়। রাতভর বৃষ্টিতে আলিপুর, একবারপুল, বেহালার মতো জায়গায় হাঁটু পর্যন্ত জল জমে যায়। ফলে ভোগান্তির শিকার হন স্থানীয় বাসিন্দারা।
একাধিক জায়গায় জল জমে যাওয়ার কারণে ব্যাহত হয় যান চলাচল। খারাপ আবহাওয়ার কারণে বিমান অবতরণেও সমস্যা দেখা দিয়েছে। বিমানবন্দরের অ্যাপ্রন এলাকায় জল জমে যাওয়ায় যাত্রীদের সমস্যা সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও চার ঘণ্টা এমন দুর্যোগ চলতে পারে শহর ও শহরতলীতে। প্রবল বৃষ্টি তে শহর বাসীর সুবিধার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। কলকাতার পাশাপাশি হাওড়া, দুই ২৪ পরগন, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদেও প্রবল বৃষ্টিপাত চলছে। হাওড়ার একাধিক এলাকা জলমগ্ন।

No comments