স্বাভাবিক হচ্ছে কাশ্মীরের জন জীবন। চালু হল ইনটারনেট পরিষেবা। খুলল ল্যান্ড লাইন।
নজরবন্দি ব্যুরোঃ জম্মু-কাশ্মীরে শনিবার থেকেই চালু হল জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা। শনিবার জম্মুতে চালু হল ইন্টারনেট। জম্মুর রামবান, কিস্তওয়ার, ডোডায় মানুষজন ইন্টারনেট পরিষেবা পেতে শুরু করেছেন আজ সকাল থেকে। রাজৌরি ও পুঞ্চে চালু করা হয়েছে ল্যান্ডলাইন। ফলে একটু একটু করে স্বাভাবিক হচ্ছে কাশ্মীরের জন জীবন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়ে দেন, শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় ফোনের সুবিধা ধাপে ধাপে চালু করা হবে। স্কুল কলেজ খুলবে সোমবার থেকে।
স্বাধীনতা দিবসের পর থেকে কাশ্মীরকে স্বাভাবিক করার কাজ শুরু করল কেন্দ্র। উপত্যকা থেকে ৩৭০ প্রত্যাহারের বারোদিনের মাথায় প্রশাসনের ঘোষণা সোমবার থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবারই সরকারি দফতরে যোগ দিয়েছেন কর্মীরা। জনজীবন স্বাভাবিক করতে প্রাথমিক ভাবে বারোটি জেলায় নিয়ম শিথিল করা হচ্ছে। স্পর্শকাতর পাঁচটি জেলায় কিছু বিধিনিষেধ জারি থাকবে।
স্বাধীনতা দিবসের পর থেকে কাশ্মীরকে স্বাভাবিক করার কাজ শুরু করল কেন্দ্র। উপত্যকা থেকে ৩৭০ প্রত্যাহারের বারোদিনের মাথায় প্রশাসনের ঘোষণা সোমবার থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবারই সরকারি দফতরে যোগ দিয়েছেন কর্মীরা। জনজীবন স্বাভাবিক করতে প্রাথমিক ভাবে বারোটি জেলায় নিয়ম শিথিল করা হচ্ছে। স্পর্শকাতর পাঁচটি জেলায় কিছু বিধিনিষেধ জারি থাকবে।

No comments