রাজ্যের স্বাস্থ ব্যাবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমন করলেন বালুরঘাটের সাংসদ।
পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ ঘড়ির কাঁটায় বেলা তখন ১০টা হবে, আর তখনই হঠাৎ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর রসিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
স্বাস্থ্য কেন্দ্র প্রদর্শন করেই বেহাল স্বাস্থ্য ব্যবস্থার নিদর্শন তুলে ধরলেন সংবাদ মাধ্যমের কাছে। হাসপাতালের পরিকাঠামো, ডাক্তারের অভাব , নিরাপত্তার ঢিলে ঢালা অবস্থা একাধিক ত্রুটির কথা উঠে এলো সাংসদ সুকান্ত মজুমদারের কথায়।
এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেউ তোপ দাগতে ছাড়েন নি তিনি। ডাক্তারদের প্রশংসা করেও রাজ্যের স্বাস্থ ব্যাবস্থাকে অমানবিক রূপে বর্ণনা করেন তিনি। সাংসদ জানান, "বুনিয়াদপুর এর রশিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দের দ্রুত সমস্যা সমাধানে স্বাস্থ্য ভবনেও নোটিশ দেবেন তিনি"। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রের বিদ্যুতিক সমস্যার সমাধানে নিজের উদ্যোগে দ্রুত জেনারেটার এর ব্যাবস্থা করে দেবেন বলে জানান। সাংসদ কে কাছে পেয়ে এবং নিজেদের অভিযোগের কথা জানাতে পেরে এদিন স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে ডাক্তার নার্স সকলেই খুব আনন্দিত।
তবে তাঁদের মনে জিজ্ঞাসা সাংসদ, নেতা মন্ত্রী আসে যায়। তাঁরা এসে ভুল ধরেন, কি করতে হবে বলেন। বইয়ে দেন প্রতিশ্রুতির বন্যা। কিন্তু কাজ হয়কি প্রতিশ্রুতি অনুযায়ী। নব নির্বাচিত সাংসদ কথা দিয়েছেন তিনি এক কথার মানুষ। তাই এখন দেখার কত দিনে তার প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হয়। এখন সে দিকেই তাকিয়ে, বুনিয়াদপুর এর সাধারণ মানুষজন।
এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেউ তোপ দাগতে ছাড়েন নি তিনি। ডাক্তারদের প্রশংসা করেও রাজ্যের স্বাস্থ ব্যাবস্থাকে অমানবিক রূপে বর্ণনা করেন তিনি। সাংসদ জানান, "বুনিয়াদপুর এর রশিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দের দ্রুত সমস্যা সমাধানে স্বাস্থ্য ভবনেও নোটিশ দেবেন তিনি"। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রের বিদ্যুতিক সমস্যার সমাধানে নিজের উদ্যোগে দ্রুত জেনারেটার এর ব্যাবস্থা করে দেবেন বলে জানান। সাংসদ কে কাছে পেয়ে এবং নিজেদের অভিযোগের কথা জানাতে পেরে এদিন স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে ডাক্তার নার্স সকলেই খুব আনন্দিত।

No comments