ডিএ নিয়ে রাজ্যকে চিঠি এবং সহযোগিতার আশ্বাস কর্মী সংগঠনের। কি আছে চিঠিতে? দেখুন #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ ডিএ-র দাবিতে আদালতে মামলা করা রাজ্য সরকারি কর্মীদের জয় হয়েছে কিছুদিন আগেই। দেশের ক্রেতা মূল্যসূচক বা সিপিআই এর উপর ভিত্তি করে এ রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বকলমে স্যাট। শুধু তাই নয় স্যাট জানিয়েছে, কত ডিএ বকেয়া, নির্ধারণ করতে হবে ৩ মাসের মধ্যে আর দিতে হবে ৬ মাসের মধ্যে! এই অবস্থায় কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে নবান্ন মুখ্য সচিব মলয় দে ও অর্থ সচিবের কাছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায়ের সার্টিফাইড কপি জমা দিয়েছেন মামলাকারী তথা কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সরকার এতটাই উদাসীন ২৬শে জুলাই থেকে এতদিন হয়ে যাওয়ার পরেও রায়ের সার্টিফায়েড কপিটাই তোলেনি, তাই বাধ্য হয়ে আমরাই তা জমা করলাম। অন্যদিকে সূত্রের খবর রাজ্যসরকার স্যাটের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে। হাতে ৩ মাস সময় রয়েছে তার আগেই সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে রাজ্য সরকার। এক সরকারি কর্মচারীদের ক্ষোভ "ডিএ দেওয়ার টাকা নেই কিন্তু জনগনের করের টাকা দিয়ে ডিএ মামলায় রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা লড়তে পারে রাজ্য!" এই প্রসঙ্গে মলয় মুখোপাধ্যায় বলেন, রাজ্য সুপ্রিম কোর্টে গেলেও হার অবশ্যম্ভাবী। জয় আমাদেরই হবে।
ডিএ মামলা পরবর্তী আমাদের সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্যামল মিত্র মহাশয়, এই রাজ্যের মুখ্য সচিব মাননীয় মলয় দে মহাশয়ের নিকট প্রেরিত পত্র প্রকাশ করা হল।
ডিএ মামলার রায় পরবর্তী আমাদের সংগঠন যে সিদ্ধান্ত গ্রহন করেছেন তা হল, সরকার আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে আদালতের নির্দেশ মত ডিএ প্রদানের ব্যাপারে সদিচ্ছা সহ অগ্রনি ভূমিকা পালনে এগিয়ে আসুক। সরকার যদি মনে করেন যে এই ব্যপারে আমাদের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। তবে আমরা বকেয়া প্রদানের ব্যাপারে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।"
মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সরকার এতটাই উদাসীন ২৬শে জুলাই থেকে এতদিন হয়ে যাওয়ার পরেও রায়ের সার্টিফায়েড কপিটাই তোলেনি, তাই বাধ্য হয়ে আমরাই তা জমা করলাম। অন্যদিকে সূত্রের খবর রাজ্যসরকার স্যাটের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে। হাতে ৩ মাস সময় রয়েছে তার আগেই সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে রাজ্য সরকার। এক সরকারি কর্মচারীদের ক্ষোভ "ডিএ দেওয়ার টাকা নেই কিন্তু জনগনের করের টাকা দিয়ে ডিএ মামলায় রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা লড়তে পারে রাজ্য!" এই প্রসঙ্গে মলয় মুখোপাধ্যায় বলেন, রাজ্য সুপ্রিম কোর্টে গেলেও হার অবশ্যম্ভাবী। জয় আমাদেরই হবে।



No comments