Header Ads

আইপিএল-এ ফিরছেন রায়ডু, ওয়ান ডে তে খেলার ইচ্ছে প্রকাশ।

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপে দলে সুযোগ না পেয়ে বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন অম্বাতী রায়ুডু। কিন্তু এবার তিনি ইঙ্গিত দিলেন ওয়ান ডে ক্রিকেটে ফিরে আসার। তিনি বলেন “আমি পরের আইপিএলে চেন্নাইয়ের হয়েই খেলতে নামব। সাদা বলের ক্রিকেটে আমি আবারও ফিরে আসতে চাই। আপাতত আমি আমার ফিটনেসের উপর জোর দিচ্ছি”। তাঁর এই অবসর নিয়ে প্রবল জল্পনা শুরু হয় ক্রিকেট মহলে।।
এই প্রসঙ্গে তিনি বলেন “আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিইনি, এমনটা বললে ভুল হবে। বিশ্বকাপের জন্য গত চার বছর ধরে আমি অনেক পরিশ্রম করেছি। তবে, দলে ডাক না পাওয়ার জন্য আমি এই সিদ্ধান্ত গ্রহণ করিনি। আসলে একটি বিষয়ে প্রচুর পরিশ্রম করে কোনও ফল না পেলে সেখান থেকে সরে আসতেই হয়”।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.