ইশান্তের ৫ উইকেট, চালকের আসনে ভারত।
নজরবন্দি ব্যুরোঃ টেস্টে নবম ৫ উইকেট নিয়ে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনেই ভারতকে চালকের আসনে বসিয়ে দিলেন ডানহাতি পেসার ইশান্ত শর্মা। ভারতের ২৯৭-এর উত্তরে দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৮৯/৮। পিছিয়ে এখনও ১০৮ রানে। তাঁর বিধ্বংসী বোলিংয়ের শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজের পাঁচ জন ব্যাটসম্যান। তাঁর সুবাদেই দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত। ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। রাহানের হাফ সেঞ্চুরিতে (৮১) ভর করে ৬ উইকেটে ২০৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে তারা। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ২৯৭ রানে।
পাল্টা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম আধঘন্টা নির্বিঘ্নে কাটালেও ক্যাম্পবেলকে ২৩ রানে শামি বোল্ড করার পর থেকেই নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকে তারা। ইশান্ত শর্মাকে বল হাতে সঙ্গত করেন বুমরাহ, শামি, জাডেজা। এরা তিনজনেই একটি করে উইকেট পেয়েছেন । এদিন ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান চেসের ৪৮ । দিনের শেষে যা পরিস্থিতি তাতে বড় কোনও অঘটন না ঘটলে প্রথম ইনিংসে বড় লিড পাবে টিম ইন্ডিয়া।
ভারত: ২৯৭ (রাহানে ৮১/ জাদেজা ৫৮/ রোচ ৪-৬৬)
ওয়েস্ট ইন্ডিজ: ১৮৯-৮ (চেজ ৪৮/ ইশান্ত ৫-৪২)
ভারত ১০৮ রানে এগিয়ে।
পাল্টা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম আধঘন্টা নির্বিঘ্নে কাটালেও ক্যাম্পবেলকে ২৩ রানে শামি বোল্ড করার পর থেকেই নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকে তারা। ইশান্ত শর্মাকে বল হাতে সঙ্গত করেন বুমরাহ, শামি, জাডেজা। এরা তিনজনেই একটি করে উইকেট পেয়েছেন । এদিন ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান চেসের ৪৮ । দিনের শেষে যা পরিস্থিতি তাতে বড় কোনও অঘটন না ঘটলে প্রথম ইনিংসে বড় লিড পাবে টিম ইন্ডিয়া।
ভারত: ২৯৭ (রাহানে ৮১/ জাদেজা ৫৮/ রোচ ৪-৬৬)
ওয়েস্ট ইন্ডিজ: ১৮৯-৮ (চেজ ৪৮/ ইশান্ত ৫-৪২)
ভারত ১০৮ রানে এগিয়ে।
কোন মন্তব্য নেই