কাশ্মীর যাচ্ছেন রাহুল। প্রতিনিধি দলে আছেন তৃণমূলের প্রতিনিধিও। বিমান বন্দর থেকে ফিরে আসতে হতে পারে তাঁদের।
নজরবন্দি ব্যুরোঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই কাশ্মীর যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবং ৯টি বিরোধী দলের প্রতিনিধিরা। কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল রাহুল কে সেখানে আসার চ্যালেঞ্জ করেছিলেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আজ শনিবার কাশ্মীর যাচ্ছেন রাহুল গান্ধী সহ বিরোধী দলের প্রতিনিধিরা। এই দলে থাকছেন তৃণমূলের প্রতিনিধিও। স্থানীয় প্রশাসন সূত্রের খবর এখনও কোনও বিরোধী নেতাকে শ্রীনগর বিমানবন্দর থেকে শহরে ঢুকতে দেয়নি দিল্লি।
ফলে তাঁকেও হয়তো অন্য নেতাদের মত শ্রীনগর বিমান বন্দর থেকে ফিরে আসতে হতে পারে। রাহুলের শ্রীনগরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের কটাক্ষ “রাজ্যপাল সত্যপাল মালিক তো নিজেই আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুলকে। সেই আমন্ত্রণ গ্রহণ করেই তিনি যাচ্ছেন। আশা করি খুশি মনেই রাহুলকে শ্রীনগরে ঢোকার অনুমতি দেবেন রাজ্যপাল”। জম্মু ও কাশ্মীর সরকার অবশ্য রাহুলদের না-আসার পরামর্শ দিয়ে বিবৃতি জারি করেছে।
কোন মন্তব্য নেই